স্তর: এসএসসি পরিক্ষা ২০২১,বিভাগ: বিজ্ঞান; বিষয়: রসায়ন, বিষয় কোড: ১৩৭; মোট নম্বর: ১২, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: অধ্যায়-তৃতীয়: পদার্থের গঠন ও পঞ্চম অধ্যায়: রাসায়নিক বন্ধন;


অ্যাসাইনমেন্ট: বিভিন্ন যৌগ পর্যালােচনা করে পরমাণুসমূহের যােজনী, পরিবর্তনশীল যােজনী ও সুপ্ত যােজনী এবং যৌগগুলাের মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আসােটোপের ব্যবহার হাইড্রোজেন পরমাণুর যােজনী ১ (এক) হিসেবে নিম্নলিখিত যৌগসমূহকে পর্যালােচনা করে অন্যান্য পরমাণুসমূহের যােজনী, পরিবর্তনশীল যােজনী ও সুপ্ত যােজনী এবং যৌগগুলাের মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আসােটোপের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন।
H,O, CO), CCla, PCls, PCl5, PIs, SO2, SO3

শিখনফল/বিষয়বস্তু:
১. আইসােটোপের ব্যবহার ব্যাখ্যা করতে পারব;
২. যােজ্যতা ইলেকট্রনের ধারণা ব্যাখ্যা করতে পারব;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক) ৮ টি যৌগে পরমাণুসমূহের যােজনী হিসাব করতে হবে;
খ) পরিবর্তনশীল যােজনী ও সুপ্ত যােজনী হিসাব করতে হবে;
গ) পরিবর্তনশীল যােজনী ক্ষেত্রে বড় যােজনীকে সর্বোচ্চ যােজনী বিবেচনা করতে হবে;
ঘ) তেজস্ক্রিয় আইসােটোপের ব্যবহার লিখতে হবে;

এসএসসি ২০২১ ষষ্ঠ সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট উত্তর

বিঃদ্রঃ উত্তর খুব দ্রুত এখানে পাওয়া যাবে।  সবচেয়ে আগে উত্তর পেতে এই পোস্ট টা শেয়ার করে রাখতে পারেন

Leave a Comment