https://advancedtips24.blogspot.com/2021/08/what-is-mevbook-how-to-open-account.html


MEVBOOK  কি? 
MEVBOOK হল ফেসবুক এর মতই একটি সোস্যাল মিডিয়া! যাদের একটাই স্লোগান;
"WE WILL  CHANGE  THE NATION"

কেনো Mevbook ব্যবহার করবেন?

আমরা যারা ফেসবুক ইউজ করি সবাই প্রায় প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখিন হই!
কিছু কিছু সমস্যার কথা আমরা বলতেও পারি না বা ফেসবুক এ রির্পোট করলেও তারা তা এক্সেপ্ট করে না!
যার করণে প্রায় সময় আমাদের অশ্লিলতার মাঝে থেকে যেতে হয়! সেই দিকটা বিবেচনা করে বাংলাদেশে একঝাঁক তরুণের স্বপ্ন  এই MEVBOOK! দেশ ও দেশের জনগন এর ভার্চুয়াল জগতকে সুরক্ষিত এবং অশ্লীলতা মুক্ত রাখতে MEVBOOK এর আত্মপ্রকাশ!

যুব সমাজ ও তরুণ প্রজন্মকে অশ্লীলতার হাত থেকে রক্ষা করতে এখানে কাজ করছে উদীয়মানয় কিছু তরুণ!

MEVBOOK এ কি কি করা যাবে?

MEVBOOK  ই হবে নতুন প্রজন্মের ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম!

  1.  POST+PHOTO+VIDEO +LOCATION+TEG+POL করতে পারবেন!
  2. এখানে ফেসবুক এর মতই গ্রুপ ও পেজ তৈরি করতে পারবেন!
  3. ফেসবুক এর মত আইডি ভেরিফাই করতে পারবেন!
  4. এখানে আপনি আপনার কম্পানির এড ও মার্কেটিং করতে পারবেন!(ফেসবুক এর চেয়ে অনেক কম মূল্যে)
  5. এখানে লাইভ এর মাধ্যমে আপনারা চাইলে ক্লাস ও করতে পারেন!
  6. ফেসবুক এর মতই MEVBOOK থেকে যে কোন সময় লাইভে যেতে পারবেন!
  7. MEVBOOK এর ডোনেশন ফান্ড এর মাধ্যমে বাংলাদেশের হত দরিদ্র ও বিভিন্ন বৃদ্ধশ্রমে দান করতে পারবেন!
  8. যদি কেউ চান MEVBOOK এর মাধ্যমে AFFILIATED MARKETING করতে পারবেন!
  9. আপনি চাইলে MEVBOOK এর মাধ্যমে আপনি ইনকামও করতে পারবেন!( তার জন্য আপনাকে আপনার বন্ধুদের রেফার করতে হবে)
  10. ফেসবুক এর মত মেসেঞ্জার এর মাধ্যমে অডিও কল ও ভিডিও  কলে কথা ও চ্যাটিং করতে পারবেন!

এছাড়াও যেসকল সুবিধা থাকছে Mevbook কে?

১। টাইমলাইনে পোস্ট পিন করতে পারবেন।
২। কেউ আপনার প্রোফাইল ভিজিট করলে নোটিফিকেশন পাবেন।

৩। ইমেইল বা ফোন নাম্বার ছাড়া ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন।

৪। স্বল্প মূল্যে দেশীয় টাকায় পোস্ট এবং পেইজ বুস্ট করতে পারবেন।

৫। রয়েছে মার্কেটিং অপশন ও বিজনেসপ্লেস।

৬। কম্পিউটারের মত আর্টিকেল লেখার সিস্টেম।

৭।অডিও পোস্ট সিস্টেম।

৮। পিডিএফ ফাইল আপলোড সিস্টেম।

৯। ভয়েজ কমেন্ট সিস্টেম।

১০। আলট্রা লক সিস্টেম।

১১। শুভেচ্ছা মেসেজ সিস্টেম।

১২। থ্রীডি ইমোজি আলট্রা মোড সিস্টেম।

১৩। অটো ফলো সিস্টেম

১৪। Anonymous সিস্টেমে নিজেকে হাইড করে পোস্ট করার সিস্টেম।

১৫। মেভবুকে তিন ধাপে সিকিউরিটি থাকবে।

১৬। টাইমলাইনের পোস্ট বুস্ট করা যাবে

১৭। প্রোফাইল ও কভার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে।

১৮। ইচ্ছেমত ব্লগ লেখা যাবে।

১৯। যথাযথ তথ্য দিয়ে আইডি ভেরিফিকেশন করতে পারবেন,এটা খুবই সীমিত সময়ের জন্য খোলা রয়েছে।
এছাড়াও ট্রেন্ডিং অপশন সহ আরো অনেক রকমের সুবিধা পাবেন এখানে।

কীভাবে একটি নতুন একাউন্ট তৈরী করবেন Mevbook-এ?

ধাপ ১ঃ Mevbook-এ একাউন্ট করতে চাইলে প্রথমে আপনাকে নিচের রেজিষ্ট্রেশন লিংকে ক্লিক করতে হবে। 

Click hear to sign-up Mevbook

ধাপ ২ঃ দ্বিতীয় ধাপে আপনি নিচের ছবির মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন।


এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী Fast Name  এবং Last Name-এর বক্স পূর্ণ করবেন। এরপর আপনার পছন্দ অনুসারে যেকোনো Username দিতে পারেন।  তারপর Email বক্সে নিজের পারসোনাল ইমেইল দিবেন এবং সবশেষে একটি Strong password দিয়ে Sign Up বাটনে টাস করবেন।

বিঃদ্রঃ জন্ম তারিখ অবশ্যই নাগরিক সনদ অথবা জন্ম নিবন্ধন সনদ অনুসারে পূরণ করবেন।


ধাপ ৩। তৃতীয় পর্যায়ে আপনার মেইলে Mevbook একটি verification লিংক দেখতে পাবেন। যদি মেইল ইনবক্সে মেইলটি না আসে তাহলে মেইলের Spam বক্সে চেক করবেন। এবং মেইলটি দেখতে পেলে মেইলে থাকা verification লিংকে টাস করুন।



ধাপ ৪ঃ চতুর্থ পর্যায়ে আপনার একাউন্ট সফল ভাবে verified নোটিফিকেশন দেখতে পাবেন। এবং আপনাকে নিচের ছবির মতো একটি ইন্টারফেস দেখানো হবে 



এখানে আপনি চাইলে আপনার Mail অথবা Username ব্যবহার করতে পারবেন।
আপনার username/Mail এবং পাসওয়ার্ড দিয়ে লগিন লেখায় টাস করুন।


ধাপ ৫ঃ এই পর্যায়ে আপনার সামনে ৩টি স্টেজ শো করবে। এই ৩টি স্টেজই Mevbook এর সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারন আপনার সৃজনশীলতাই আপনার Mevbook প্রোফাইলকে আকর্ষনিয় করে তুলতে সাহায্য করবে। 



১ম স্টেজ পার করতে আপনার পছন্দসই একটি প্রোফাইল পিকচার আপলোড করে Next করলেই হবে।








ধাপ ৬ঃ এ পর্যায়ে আপনি উপরের চিত্রের মতো দেখতে পাবেন।  আপনার সঠিক তথ্য অনুযায়ী বক্সগুলো পূরণ করে Next step এর জন্য অগ্রসর হন।



ধাপ ৭ শেষ ধাপঃ এটাই সর্বশেষ স্টেজ।  আপনাকে এখানে বলা হবে কোনো বন্ধু কে add  করতে আপনি চায়লে আমাকে ও add করতে পারেন। 

এবং সবশেষে নেক্সট বাটনে টাস করুন। Mevbook পরিবারে আপনাকে অভিনন্দন। এখন থেকে আপনি নিয়মিত বা আপনার ইচ্ছা অনুযায়ী Mevbook এ পোস্ট করতে ও পড়তে পারবেন। 

Mevbook এ আমার আইডি Shafiqul islam

Mevbook এ আমার একমাত্র পেইজ Shafiqul IT

Mevbook এ আমার একমাত্র গ্রুপ Shafiqul IT

সোস্যাল সাইটটির অথোরিটি জানিয়েছেন, তাদের কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আপ্সটি প্লে স্টোরে সবার জন্য উন্মুক্ত হতে কিছুদিন দিন সময় লাগবে।আপনারা ওয়েবসাইট এর মাধ্যমে সোশ্যাল সাইটটি ব্যবহার করতে পারেন।

এছাড়াও গুগল ড্রাইভ থেকে আপ্স টি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন –


Leave a Comment