মাধ্যমিক ৯ম শ্রেনীর ভূগোল ও পরিবেশ ১৭তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | class 9th Geography and Environment 17th Week Assignment Answer


এসাইনমেন্ট শিরােনামঃ "মানচিত্র গঠন ও ব্যবহার"

মানটির ধারণা, ব্যবহার (Concept of map, importance and we) নিচের চিত্রটি লক্ষ কর। এটি বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র। কাগজের এক ঠায় বাংলাদেশের আন্তর্জাঙ্গিক শাম, বাংলাদেশের কোন দিকে কোন দেশ, কোন সার ইত্যাদি কে দেখানাে হয়েছে। এ দেখানাে হরেছে বাংলাদেশের সাতটি বিভাপ, কোন বিভাগে কতটি জেলা ও এদের নাম ও সীমানা। একটি মম পৃষ্ঠার মধ্যে সারা বাংলাদেশের ফাসনিক সীমানা তুলে ধরা হয়েছে । এভাবে কাজের এক পৃষ্ঠার মধ্যেই সমগ্র পৃথিবী, বিভিন্ন মহাদেশ, বিভিন্ন দেশ বা কোনাে দেশের বিভিন্ন বিভাগ জেলা একে দেখানাে যায়।

মাধ্যমিক ৯ম শ্রেনীর ভূগোল ও পরিবেশ ১৭তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | class 9th Geography and Environment 17th Week Assignment Answer

মানচিত্রে তথ্য-উপাত্ত উপস্থাপনের নিয়মাবলি (Techniques of presenting information in a map) স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র গঠন সূগােল শাস্ত্রের একটি প্রধান ও প্রয়ােজনীয় বিষয়। এই বিশাল পৃথিবীকে অথবা পৃথিবীর বিভিন্ন অংশের এক একটি সামাজিক রূপ এই ধরনের মানচিত্রের মধ্যে যেভাবে ফুটিয়ে তােলা যায় অন্য কোনাে উপায়েই তা সম্ভব নয়। স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রে বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে ভূপ্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়সমূহের একটি সুন্দর প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। এই প্রতীকগুলাের। মাধ্যমে একদিকে যেমন পাহাড়-পর্বত, নদী-নালা, মালভূমি, হ্রদ, সমভূমি, পুকুর, ঝিল, বনভূমি প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক বিষয়ের পরিচয় পাওয়া যায় তেমনি অন্যদিকে রাস্তাঘাট, হাটবাজার, মসজিদ, মন্দির, হাসপাতাল, খেলার মাঠ, জনবসতি, মানুষের ঘনত্ব, জীবিকা অর্জনের উপায় প্রভৃতি নানা সাংস্কৃতিক তথ্যেরও পরিচয় পাওয়া যায়। এই কারণে কোনাে একটি অঞ্চলের সুবিধা-অসুবিধা, পারিপার্শ্বিক অবস্থা এবং নানা সমস্যার সুষ্ঠু সমাধান করতে চাইলে এই মানচিত্রে তথ্য-উপাত্ত উপস্থাপনের নিয়মাবলি জানা একান্ত প্রয়ােজন। যে কোনাে ভাষায় একটি মানচিত্র পাঠ করতে হলে নানা ধরনের প্রতীক চিহ্নের সাহায্য নিতে হয়। পৃথিবীর | বিভিন্ন দেশ তাদের স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে এ সকল প্রতীক চিহ্ন ব্যবহার করে আসছে। এই কারণে এসব চিহ্নকে আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্ন বলে ।


স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র পাঠ করার জন্য এই প্রতীক চিহ্নগুলাে অত্যন্ত জরুরি বলে মানচিত্রের নিচের দিকে এই প্রতীক চিহ্নগুলাের সূচক (Legend) দেওয়া থাকে। যে ব্যক্তির এই চিহ্নগুলাে সম্বন্ধে যত ভালাে ধারণা থাকবে তিনি তত ভালােভাবে এই মানচিত্র পাঠ করতে পারবেন।।

মানচিত্রে প্রচলিত প্রতীক চিহ্নসমূহ (International conventional sign used in map)

মাধ্যমিক ৯ম শ্রেনীর ভূগোল ও পরিবেশ ১৭তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | class 9th Geography and Environment 17th Week Assignment Answer

একটি মানচিত্রে তথ্য উপস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হলাে :

• শিরােনাম (Title/Heading) : প্রত্যেক মানচিত্রেরই একটি শিরােনাম থাকে। এটি কোনাে দেশের বা।
কোনাে অঞ্চলের কিসের মানচিত্র এতে তা উল্লেখ থাকে। যেমন- বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। প্রতিটি মানচিত্র তৈরির সময় এতে একটি শিরােনাম দিতে হবে।

কেল (Scale) : কোনাে অঞ্চলের মানচিত্র তৈরির সময় এর আয়তনকে কমিয়ে ক্ষুদ্র করে আঁকতে হয়। একে স্কেল অনুসারে আঁকা বলে। ফেল থেকে বােঝা যায় কোন আয়তনকে কতটুকু কমাননা হয়েছে। স্কেল যত ছােট হবে মানচিত্রে তত বেশি আয়তন দেখানাে যাবে। মানচিত্রে যদি ১:১০০,০০০ লেখা থাকে তাহলে বুঝতে হবে মানচিত্রে ১ একক ভূমির ১০০,০০০ এককের সমান। আবার স্কেল এঁকে দেখানাে হয় যেমন মানচিত্রে এক ইঞ্চি সমান ভূমিতে কত মাইল বা এক সেন্টিমিটার সমান কত কিলােমিটার।

উত্তর দিক (North Line) : মানচিত্রের দিক জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানচিত্রের উপরের দিকে বাম দিকের মার্জিনে একটি তীর দেওয়া থাকে। এই তীরের মাথায় উ. লেখা থাকে। উ. দিয়ে উত্তর দিক বােঝানাে হয়। একটি দিক জানা থাকলে আমরা সহজেই অন্যদিকগুলাে যেমন- দক্ষিণ, পূর্ব ও পশ্চিম রে করতে পারি। মানচিত্র তৈরির সময় দিকনির্দেশনা দিতে হবে। মানচিত্রে দিক না দেখানাে থাকলে উপরের দিকে উত্তর দিক বুঝতে হবে। মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ স্পষ্ট করে দেখানাে থাকলে উত্তর দিক না থাকলেও সকল দিক বােঝা যায়। তাই অনেক সময় এক্ষেত্রে উত্তর দিক দেখানাে হয় না। সূচক Legend) : মানচিত্রে কোন প্রতীক দিয়ে কী বােঝানাে হয়েছে সূচক তা নির্দেশ করে। প্রতিটি মানচিত্রেই প্রতীক ও এদের সূচক উল্লেখ করতে হবে।

তথ্য উপাত্ত (Source of Data) : সব মানচিত্র তথ্য বা উপাত্তের ভিত্তিতে তৈরি হয়। এজন্য তথ্যের উৎস মার্জিন বা মার্জিনের বাইরে দেওয়া প্রয়ােজন।
মাধ্যমিক ৯ম শ্রেনীর ভূগোল ও পরিবেশ ১৭তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | class 9th Geography and Environment 17th Week Assignment Answer


মাধ্যমিক ৯ম শ্রেনীর ভূগোল ও পরিবেশ ১৭তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | class 9th Geography and Environment 17th Week Assignment Answer

Leave a Comment