এইচএসসি বিএম ২০২১ হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ ১ ৮ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর


এসাইনমেন্ট শিরোনামঃ 


শিখনফলঃ অধ্যায় ৫, নগদ নিয়ন্ত্রণ।
১. ব্যংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার গুরুত্ব আলোচনা কর।
২. নিম্নের তথ্যাবলি ২০২০ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে আলম এন্ড কোং এর হিসাব বই হতে নেয়া হয়েছেঃ

ক) ২০২০ সালের ৩১ শে ডিসেম্বরে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৫৫,০০০ টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১৫,৮০০ টাকা।

খ) পাওনাদেরদের বরাবর ইস্যুকৃত মোট ৬১,০০০ টাকার ৫টি চেকের মাধ্যে মাত্র ২৫,০০০ টাকার ২টি চেক ২০২০ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত পরিেেশাধ হয়েছে।

গ) আদায়ের জন্য ইতিপূর্বে ব্যাংকে জমাকৃত ১১,০০০ টাকার একটি চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত এসেছে কিন্তু তা ২০২০ সালে ৩১ শে ডিসেম্বর তারিখের মধ্যে নগদান বইতে হিসাবভুক্ত হয়নি।

ঘ) ৯,০০০ টাকার একটি প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে, কিন্তু ২০২০ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত তা নগদান বইতে লেখা হয়নি।

ঙ) দেনাদারের নিকট হতে প্রাপ্ত মোট ৯১,০০০ টাকার ৬টি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে কিন্তু মাত্র ৩১,০০০ টাকার ২টি চেক ২০২০ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে।

চ) মিঃ আলম তাঁর নিজ প্রয়োজনে ২০২০ সালের ২৩ শে ডিসেম্ব র তারিখে ১৫,০০০ টাকা ব্যাংক হতে উত্তোলন করেছে কিন্তু তা ২০২০ সালের ৩১ শে ডিসেম্ব র পর্যন্ত নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।

ছ) ব্যাংক কর্তৃক মηুরীকৃত সুদ ৩,০০০ টাকা এবং কমিশন বাবদ চার্জ ১,২০০ টাকা ২০২০ সালের ৩১ শে ডিসেম্ব র পর্যন্ত নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।

করণীয়ঃ উপরিউক্ত তথ্যাবলি অবলম্বনে উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

ব্যাংক সমন্বয় বিবরণী
ব্যাংক সংক্রান্ত লেনদেন।
ব্যাংক সমন্বয় 
নগদ ও ব্যাংকের সঠিক উদ্বৃত্ত

এইচএসসি বিএম ২০২১ হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ ১ ৮ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | HSC BM 2021 Accounting 1 8th Week Assignment Answer

১. ব্যংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার গুরুত্ব আলোচনা কর।

ব্যাংক সমন্বয় বিবরণী : আমানতকারীর নগদান বইয়ের ব্যাংক কলাম এবং ব্যাংক প্রদত্ত পাশ বইয়ের উদ্বৃত্তের মধ্যে প্রায়ই পার্থক্য দেখা যায়। এ পার্থক্যের কারণ বের করে নগদাই বই ও পাশ বইয়ের উদ্বৃত্তের সমন্বয় সাধরেন জন্য আমানতকারী একটি নির্দিষ্ট তারিখে যে বিবরণী প্রস্তুত করে, তাকেই ব্যাংক সমন্বয় বিবরণী বলে।

এটি হিসাববিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী প্রস্তুত করা হয়

 এটি প্রস্তুতের মূল উদ্দেশ্য একটি নির্দিষ্ট তারিখে আমানতকারী হিসাবে প্রকৃত ব্যাংক জমার উদ্বৃত্ত বা জমাতিরিক্ত-এর পরিমাণ নির্ণয় ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্বৃত্তকেই উদ্বৃত্তপত্রে ব্যাংক জমা বা জমাতিরিক্ত হিসাবে দেখানো হয়

কোনো নির্দিষ্ট তারিখে নগদান বহির উদ্বৃত্ত এবং ব্যাংকের হিসাব বিবরণীর উদ্বৃত্তের গড়মিলের কারণ দেখিয়ে যে মিলকরণ বিবরণী প্রস্তুত করা হয়, তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। নিচে ৪ টি উদ্দেশ্য লিখা হলো:

১। গড়মিলের কারণ নির্ণয় : ব্যাংক আমানতকারীর হিসাব রক্ষণাবেক্ষণ করেন কাজেই আমানতকারীর নগদান বহির ব্যাংক ঘরের উদ্বৃত্তের সাথে ব্যাংকে রক্ষিত হিসাব। বিবরণীর উদ্বৃত্তের সাথে মিল হওয়ার কথা কিছু কিছু লেনদেনের জন্য একটি নির্দিষ্ট তারিখে উভয় বহির সাথে গড়মিল দেখা দেয়।

যেমন: আমানতকারী কর্তৃক চেকের টাকা আদায়ের জন্য জমা ব্যাংক চার্জ এবং মঞ্জুরিকৃত সুদ প্রভৃতি যে সমস্ত এন্ট্রির জন্য গড়মিল দেখা দেয় তা খুঁজে বের করে সমন্বয় করা প্রয়োজন।

২। প্রকৃত ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় : নগদান বহির ব্যাংক ঘরের উদ্ধৃত্তের সাথে ব্যাংকে রক্ষিত হিসাব বিবরণীর উদ্বৃত্তের গড়মিলের এন্ট্রিগুলো সমন্বয়পূর্বক প্রকৃত ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করা হয়।

৩। হিসাবের গাণিতিক নির্ভুলতা : যেহেতু কিছু কিছু এন্ট্রির জন্য দুই বহির গড়মিল পরিলক্ষিত হয় সেই এন্ট্রিগুলো সমন্বয় পূর্বক হিসাবের গাণিতিক নির্ভুলতা প্রমাণ করা যায়।

৪। অভ্যন্তরীন নিয়ন্ত্রণ : অভ্যন্তরীন নিয়ন্ত্রণের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রধান উদ্দেশ্য।

৫। নিরীক্ষা কার্যে সহায়তা: হিসাব শুদ্ধভাবে নিরীক্ষা না হলে নিরীক্ষা কার্য সম্পাদন করা যায় না। কাজেই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে নিরীক্ষা কার্য সম্পাদন করা সহজতর হয়।





Leave a Comment