নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা। আর নির্ধারিত সময়ের পর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ আছে তবে এক্ষেত্রে বিলম্ব ফি বাবদ অতিরিক্ত ফি ১৪০ টাকা দিতে হবে।

২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর রেজিস্ট্রেশন শুরু|Registration of ninth class of 2021-22 academic year has started

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোন বিলম্ব ফি ছাড়াই রেজিস্ট্রেশন করতে পারবে ২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর শিক্ষার্থীরা। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ১৬ আগস্ট শুরু করেছে ঢাকা বোর্ড। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোন বিলম্ব ফি ছাড়াই রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা। আর নির্ধারিত সময়ের পর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ আছে তবে এক্ষেত্রে বিলম্ব ফি বাবদ অতিরিক্ত ফি ১৪০ টাকা দিতে হবে।

ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশন এর ফরম পূরণ করা যাবে।  ফি জমা দেওয়ার জন্য বোর্ডে আসার প্রয়োজন নেই । সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।


যাদের বয়স ১২ এর কম এবং ১৮ এর বেশি তারা রেজিস্ট্রেশন করতে পারবে না। টাকা জমা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে ইএসআইএফ ফরম পূরণ করতে হবে।  কোন শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে না পারলে বা এ কারণে
শিক্ষার্থীর কোন সমস্যা হলে এর দায় ভার  উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

Leave a Comment