Some vসাধারণ বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বিসিএস প্রস্তুতির জন্য


সাধারণ বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন

প্রশ্ন। আমরা যে চক দিয়ে লিখি তা কী?

উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট।

প্রশ্ন। টুথপেস্টের প্রধান রাসায়নিক উপাদান কী?

উত্তরঃ চক পাউডার (৩০%) ও সাবান (১৫%) ।

প্রশ্ন। ব্লিচিং পাউডারের রাসানিক নাম কী?

উত্তর : ক্যালসিয়াম ক্লোরাহাইপোক্লোরাইট, (Ca(OCI)CI

প্রশ্ন। বেকিং পাউডার কী?

উত্তর : সেডিয়াম বাই কার্বনেট, অ্যালুমিনিয়াম সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারট্রেটের মিশ্রণ। এই মিশ্রণকে উত্তপ্ত করলে কার্বন ডাই অন্ধ্রাইড গ্যাস নির্গত হয় বলে পাউরুটি, কেক, বিস্কুট ইত্যাদি প্রস্তুত করার কাজে এটি ব্যবহৃত হয়। এর প্রভাবে এই সমস্ত খাদ্য উপাদান ফুলে উঠে। বেকিং পাউডারের মূল উপাদান সেডিয়াম বাই কার্বনেট।

প্রশ্ন। ফিটকিরি বা পটাস এলাম এর রাসানিক নাম কী?

উত্তর : পটাসিয়াম অ্যালুমিনিয়াম সালফেট।

প্রশ্ন। কোন যৌগ ‘দার্শনিকের উল’ নামে পরিচিত?

উত্তরঃ জিংক অক্সাইড।

প্রশ্ন। চাইনিজ হোয়াইট কি?

উত্তর : জিংক অক্সাইড, যা সাদা রঙ হিসেবে ব্যবহৃত হয়।

প্রশ্ন। ধাতুর দ্রব্যের উপর জিংক ডাস্টের প্রলেপ দেওয়াকে কী বলে?

উত্তর : শেয়ার ডাইজিং।

প্রশ্ন। সাপের বিষে কী থাকে?

উত্তর : জিংক সালফাইড।

প্রশ্ন। মরিচা কী?

উত্তর : মরিচা হচ্ছে প্রধানত পানিযুক্ত ফেরিক অন্ধ্রাইড।

প্রশ্ন। ফুলস্ গোল্ড বা নির্বোধের সোনা বলতে কী বোঝায়?

উত্তর: আয়রন ডি সালফাইড।

প্রশ্ন। ইস্পাত কী?

উত্তরঃ ইস্পাত হলো লোহার সংকর ধাতু। এতে লোহার সাথে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন মেশানো হয়। ইস্পাতে কার্বনের পরিমাণ শতকরা ০.১৫-১.৫%।

প্রশ্ন। স্টেইনলেস স্টিল কী?

উত্তর : স্টেইনলেস স্টিল হলো লোহার সংকর ধাতু। এতে লোহার সাথে মেশানো হয় ক্রোমিয়াম, নিকেল ও কার্বন ।

প্রশ্ন। স্পাইজেল কী?

উত্তর : লোহা, ম্যাঙ্গানিজ ও কার্বনের মিশ্রণ।

প্রশ্ন ৷ কাসা বা ব্রোঞ্জ (Bronze) কী?

উত্তর : তামার একটি সংকর ধাতু। এতে ৯০% তামা ১০% টিন থাকে।

প্রশ্ন। পিতল বা ব্রাস (Brass) কি?

উত্তর : একটি সংকর ধাতু। এতে তামা ৬০% ও দস্তা (জিঙ্ক) ৪০% রয়েছে।

প্রশ্ন। টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী?

উত্তর : মনোসোডিয়াম গ্লুটামেট।

প্রশ্ন। চুনা বা লাইমের রাসায়নিক নাম কী?

উত্তর : ক্যালসিয়াম অক্সাইড, CaO।

প্রশ্ন। চুনাপাথর বা পাথরের রাসানিক নাম কী?

উত্তর : ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 ।

প্রশ্ন। সবচেয়ে সক্রিয় অধাতু কোনটি?

উত্তর : ফ্লোরিন ।

প্রশ্ন। কোন অধাতু তাপ ও বিদ্যুৎ পরিবহনে সক্ষম?

উত্তর : গ্রাফাইট।

প্রশ্ন। কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।

উত্তর : পারদ।

প্রশ্ন। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?

উত্তর: ব্রোমিন।

প্রশ্ন। কোন মৌলের যৌগের সংখ্যা সবচেয়ে বেশি?

উত্তর : কার্বন।

প্রশ্ন। স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?

উত্তর : নাইট্রিক এসিড।

প্রশ্ন। কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কী?

উত্তর : সোডিয়াম কার্বনেট।

প্রশ্ন। খাবার লবণের রাসায়নিক নাম কী?

উত্তর : সোডিয়াম ক্লোরাইড।

প্রশ্ন। কোন ধাতুর ব্যবহার সবচেয়ে বেশি?

উত্তর : লোহা।

প্রশ্ন। গ্যালভানাইজিং কী

উত্তর : লোহার উপর দস্তার জিংকের প্রলেপ দেয়াকে গ্যালভানাইজিং বলে ।

প্রশ্ন। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন কাকে বলে?

উত্তর : তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতুর উপর পাতলা প্রলপ দেওয়ার প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে।

প্রশ্ন। প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?

উত্তর : হীরক।

প্রশ্ন। ঢালাই লোহা কী?

উত্তর : এতে লোহার সাথে ২-৪.৫৬% কার্বন থাকে। একে কাস্ট আয়রন বা পিগ আয়রনও বলে।

প্রশ্ন। প্লাস্টার অব প্যারিস কাকে বলে?

উত্তর : শুষ্ক ক্যালসিয়াম সালফেট। এটি ভাঙ্গা হাড়ের চিকিৎসায় রোগীর ভাঙ্গা স্থানে প্লাস্টারের কাজে ব্যবহৃত হয়।

প্রশ্ন। ওয়াটার গ্যাস কী?

উত্তর : কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ।

প্রশ্ন। বহুরূপী মৌল কোনটি?

উত্তরঃ কার্বন।

প্রশ্ন। লাফিং গ্যাস কী??

উত্তর : নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডের সংকেত হলো N2O.

প্রশ্ন। এসিড বৃষ্টির জন্য মূলত কোন গ্যাসটি দায়ী?

উত্তর : সালফার ডাই-অক্সাইড, যা শিল্প অঞ্চলে বেশি দেখা যায়।

প্রশ্ন। অকোয়া রিজিয়া বা রাজ অম্ল কাকে বলে?

উত্তর : গাঢ় নাইট্রিক এসিড ও গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ।

প্রশ্ন। কোন এসিডকে রাসায়নিক পদার্থসমূহের রাজা বলা হয়?

উত্তর : সালফিউরিক এসিড।

প্রশ্ন। ‘ফ্লুইড অব লাইম’ বলা হয় কাকে?

উত্তর : পানিকে।

Leave a Comment