স্তর: এসএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: মানবিক ও ব্যবসায় শিক্ষা; বিষয়: অর্থনীতি, বিষয় কোড: ১৪১; মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
এসএসসি ২০২১ ষষ্ঠ সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট উত্তর
ক) চাহিদা রেখা অঙ্কন
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় কোন দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ককে যে সারণির মাধ্যমে দেখানো হয় তা হচ্ছে চাহিদা সূচি। সারণি-১ এ মাস্ক এর চাহিদা সূচি দেখানো হয়েছে। প্রতিটি দামে ভোক্তা যে পরিমাণ মাস্ক ক্রয় করে তা নির্ধারণ করতে পারি।
সারণি ১ : মাস্কের চাহিদা সূচি
সংমিশ্রণ | মাস্ক এর দাম (টাকায়) | চাহিদার পরিমাণ (সংখ্যায়) |
a | ৩০০ | ৬ |
b | ২০০ | ৮ |
c | ১০০ | ১০ |
সারণিতে, সারণিতে মাস্ক এর দাম যখন ৩০০ টাকা দামে ভোক্তা তখন ৬ । ২০০ টাকা দামে ভোক্তা ৮। এভাবে সারণি থেকে দেখা যায়, দাম যত কমছে মাস্কের চাহিদার পরিমাণ তত বাড়ছে। চাহিদা সূচি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে, একটি নির্দিষ্ট সময়ে চাহিদার অন্যান্য নির্ধারণসমূহ স্থির থাকা অবস্থায় দ্রব্যের দামের উপর দ্রব্যটির প্রকৃত ক্রয়ের পরিমাণ নির্ভর করে।
রেখাচিত্রের মাধ্যমে চাহিদা সূচির প্রকাশই হচ্ছে চাহিদা রেখা। চিত্র ১ এ YO বা লম্ব অক্ষে মাস্কের দাম ও XO বা ভূমি অক্ষে মাস্কের চাহিদার পরিমাণ দেখানো হয়েছে। DD হচ্ছে ভোক্তার মাস্কের চাহিদা রেখা। এই রেখার a,b,c বিন্দুগুলোতে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ প্রকাশ পায়। যেমন, a বিন্দু দ্বারা বোঝা যায়, ৩০০ টাকা দামে ভোক্তা ৬ টি মাস্ক ক্রয় করে। আবার b বিন্দুতে ২০০ টাকা দামে ভোক্তা ৮ টি মাস্ক ক্রয় করে। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ বাড়তে থাকে এবং চাহিদা রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে।
খ) যোগান রেখা অংকন ও ব্যাখ্যা
চাহিদা সূচির মত যোগান সূচিকে একটি ছকের মাধ্যমে প্রকাশ করা হয় যা দ্রব্যের দাম ও যোগানের পরিমাণের মধ্যে সম্পর্ক দেখায়। সারনি ২ এ চিনির যোগান সূচি দেখানো হলো
সারণি ২ : মাস্ক এর যোগান সূচি
সংমিশ্রণ | মাস্ক এর দাম (টাকায়) | যোগান এর পরিমাণ (সংখ্যায়) |
a | ৩০০ | ১০ |
b | ২০০ | ৮ |
c | ১০০ | ৬ |
সারণি ৩: মাস্কের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ
দাম | চাহিদা | যোগান | উদ্বৃত্ত বা ঘাটতি |
৩০০ | ৬ | ১০ | উদ্বৃত্ত |
২০০ | ৮ | ৮ | ভারসাম্য |
১০০ | ১০ | ৬ | ঘাটতি |







Leave a Comment