বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২২ সার্কুলার

 

বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২২ সার্কুলার

 বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২১ সার্কুলার PDF প্রকাশিত হয়েছে। নতুন সার্কুলারটি প্রথম প্রকাশিত হয়েছে নেভি’র অফিসিয়াল ওয়েবসাইট joinnavy.navy.mil.bd -এ। নাবিক ও এমওডিসি পদে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। নেভিতে জয়েন করতে পারেন আপনিও। চলুন আবেদন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে আসি নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এর আলোকে।

নৌবাহিনী হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌ যুদ্ধ শাখা। এ বাহিনী ১৯৭১ সালে গঠন করা হয়েছিলো। বাহিনীটি বাংলাদেশের প্রায় ১ লক্ষ ১৮ হাজার ০৮ শত ১৩ বর্গ কিলোমিটার সামুদ্রিক অঞ্চল এবং গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক ঘাঁটি এবং অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

উইকিপেডিয়া (Wikipedia) অনুসারে, এই বাহিনীতে বর্তমানে প্রায় ২৫ হাজার ৮১ জন সৈনিক কর্মরত রয়েছেন। এছাড়াও ০৩ হাজার ০৮ শত জন সিভিল বা বেসামরিক ব্যাক্তি কর্মরত রয়েছেন


Navy Civilian Job Circular

Employer:

 

Post Name:

Sailor and MODC

Job Location:

As per circular

No. of Vacancies:

See image

Job Type:

Govt Jobs

Gender:

Male and Female

Age Limitation :

 

Educational Qualifications:

See image

Experience Requirements:

See image

Salary:

As Govt rules

Other Benefits:

N/A

Publish Date:

27/08/2021

Application Deadline:

20/09/2021

Application Fee

See image

Total Post

See image

Website

www.navy.mil.bd

 

 

Company Information

Company Name

Bangladesh Navy

Company Type:

Government organization

Official Website:

www.joinnavy.mil.bd

 

 

join bd navy


 শিক্ষাগত যোগ্যতা

ডিই/ইউসি  (কমিউনিকেশন ও টেকনিক্যাল, সিম্যান) (পুরুষ): ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে।

মেডিকেল, (পুরুষ ও মহিলা): জীব বিজ্ঞান বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ করতে হবে।

কুক, পেট্রোলম্যান, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ) (পুরুষ) রাইটার ও স্টোর (পুরুষ ও মহিলা)

পেট্রোলম্যান, এমওডিসি, রাইটার ও স্টোর -এর ক্ষেত্রে যে কোন গ্রুপ হতে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি/সমমানের পরিক্ষায় পাশ করতে হবে। কুক ও স্টুয়ার্ড -এর ক্ষেত্রে ২.৫০।

টোপাস (পুরুষ) অষ্টম (৮ম) শ্রেনি পাস।

 


শারীরিক যোগ্যতা (ন্যূনতম)


সিম্যান (পুরুষ) ৫ ফুট ৬ ইঞ্চি

পেট্রোলম্যান (পুরুষ) ৫ ফুট ৮ ইঞ্চি

অন্যান্য শাখা পুরুষ – ৫ ফুট ৪ ইঞ্চি

মহিলা – ৫ ফুট ২ ইঞ্চি

এমওডিসি (নৌ) (পুরুষ) ৫ ফুট ৬ ইঞ্চি

বুকের মাপ:

পুরুষ ৩০ থেকে ৩২ ইঞ্চি

সম্প্রসারণ ২ ইঞ্চি

মহিলা ২৮ – ৩০ ইঞ্চি

সম্প্রসারণ ২ ইঞ্চি

ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হিসেব করা হবে।

চোখের দৃষ্টি: ৬/৬

অন্যান্য যোগ্যতা

বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ ২০২১ বিজ্ঞপ্তি অনুযায়ী চলুন অন্যান্য কিছু যোগ্যতা দেখে নেই। আবেদন করতে করতে হলে এসব যোগ্যতাও অবশ্যই থাকতে হবে।

জাতীয়তা: বাংলাদেশী।

সাঁতার: অবশ্যই জানা থাকতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।

বয়স: ০১ জানুয়ারি ২০২২ তারিখে i) নাবিক পদের জন্য বয়স ১৭ – ২০ বছর ii) এবং এমওডিসি পদের জন্য বয়স ১৭ – ২২ বছর হতে হবে।


বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২২ সার্কুলার



Leave a Comment