মাধ্যমিক ৯ম শ্রেনীর রসায়ন বিজ্ঞান ১৭তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | Class 9th Chemistry 17th Week Assignment Answer

মাধ্যমিক ৯ম শ্রেনীর রসায়ন বিজ্ঞান ১৭তম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর | Class 9th Chemistry 17th Week Assignment Answer

এসাইনমেন্ট শিরােনামঃ - "আমার ঘরের জানালার প্রধান উপাদানের নাম, বাের মডেলে এর চিত্র, শক্তিস্তরে ও উপশক্তিস্তরে এর ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণিতে এর অবস্থান। "

তারিখ:২১ সেপ্টেম্বর, ২০২১ খ্রি.
বরাবর
প্রধান শিক্ষক
নিজের প্রতিষ্ঠান এর নাম ও ঠিকানা
বিষয় : "আমার ঘরের জানালার প্রধান উপাদানের নাম, বাের মডেলে। এর চিত্র, শক্তিস্তরে ও উপশক্তিস্তরে এর ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণিতে এর অবস্থান সংক্রান্ত "
জনাব,
বিনতি নিবেদন এই যে, আপনার আদেশ নং বা.উ.বি. ৩৫৫-১ তারিখ ২১/৯/২০২১ অনুসারে উপরােক্ত বিষয়ের উপর আমার প্রতিবেদনটি নিন্মে পেশ করলাম।

আমাদের ঘরের জানালায় সাধারণত গ্লাস, লােহা বা স্টিল/ ইস্পাত বিদ্যমান। গ্লাসের প্রধান উপাদান সিলিকা (SiO2) হলেও লােহা এবং ইস্পাত উভয় ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহিত হয় আয়রন (Fe)| আয়রন একটি ধাতব পদার্থ নিম্নে আয়রনের বাের/মডেলের চিত্র, শক্তিস্তর ও উপশক্তিস্তরে ইলেক্ট্রন বিন্যাস এবং পর্যায় সারণিতে তার অবস্থান দেখানাে হলাে। 




আয়রনের জন্য ইলেকট্রন বিন্যার্স প্রথম দুটি ইলেকট্রন 1s কক্ষপথে যাবে। যেহেতু 1s শুধুমাত্র দুটি ইলেকট্রন ধরে রাখতে পারে পরবর্তী 2 টি ইলেকট্রন 2s কক্ষপথে যায়। পরবর্তী ছয়টি ইলেকট্রন 2p কক্ষপথে যাবে। p অরবিটাল ছয়টি ইলেকট্রন ধরে রাখতে পারে। আমরা 2p কক্ষপথে ছয়টি রাখব এবং তারপর পরবর্তী দুটি ইলেকট্রন 3s কক্ষপথে যাবে। যেহেতু 3s এখন পূর্ণ, আমরা 3p তে চলে যাব যেখানে আমরা পরবর্তী ছয়টি ইলেকট্রন স্থাপন করব। 4s কক্ষপথ 3d কক্ষপথের তুলনায় (প্রায় 3.75 eV) শক্তিতে বেশি থাকায়, এখন আমরা 4s কক্ষপথে দুটি ইলেকট্রন আগে পূর্ণ করে তারপর অবশিষ্ঠ ছয়টি ইলেকট্রন 3d কক্ষপথে রেখে শেষ করি।

পর্যায় সারণিতে অবস্থান: পর্যায় সারণিতে আয়রন এর অবস্থান ২৬তম। এর ইলেক্ট্রন সর্বোচ্চ ৪র্থ শক্তিরস্তরে প্রবেশ করে তাই এটি ৪র্থ পর্যায়ের মৌল। আবার ইলেক্ট্রন সর্বাধিক d উপশক্তিস্তরে /অরবিটালে তাই এটি d-ব্লক মৌল। যােজ্যতা শক্তিস্তরে Fe এর ইলেকট্রন বিন্যাস'এ 3d অরবিটালে 6 টি ইলেক্ট্রন ও সর্বশেষ স্তর 4s এ ২ টি ইলেক্ট্রন তাই এর গ্রুপ সংখ্যা হবে(6 + 2=8)। অর্থাৎ আয়রন ৪র্থ পর্যায় ৮ গ্রুপের মৌল।

প্রতিবেদকের নামঃ

প্রতিবেদকের ঠিকানাঃ 

প্রতিবেদন তৈরির তারিখ ও সময়ঃ

Leave a Comment