সহজে মনে রাখুন পর্যায় সারণির প্রতিটি মৌলের নাম | Easily remember the names of each element in the periodic table


সহজে মনে রাখুন পর্যায় সারণির প্রতিটি মৌলের নাম | Easily remember the names of each element in the periodic table

পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ কয়েকটি মৌল আমাদের সবসময়ই মনে রাখতে হয়।এর মধ্যে ৯ম শ্রেণীর জন্য ৩০ টি মৌলের নাম মুখস্ত থাকতেই হয়।সবার পক্ষে সমান ভাবে এই মৌল গুলোর প্রকৃত নাম অনুযায়ী মনে রাখা সম্ভব না।প্রায় সকল শিক্ষার্থী কিছু সংক্ষিপ্ত ছন্দে এগুলো মনে রাখার চেষ্টা করে।এবং এই পদ্ধতিটি বেশ কাজের।
 
আমি যতগুলো ছন্দ জানতাম সবগুলোই এখানে পিডিএফ আকারে দিয়েছি।ছন্দগুলো আমার নিজের বানানো নয় অনেক আগে থেকেই এগুলো ব্যাবহার হয়ে আসছে।আর ইশিখনের পোস্টটাও কপি পেস্ট করে দিয়েছি।রসায়ন এর পুরো পর্যায় সারনি মনে রাখার একটা উপায় দেওয়া হল।
 

Group 1(A) এর মৌল গুলোকে সহজে  মনে রাখার জন্য


হায় লি না কে রুবি সাজিয়ে ফিরছে

যেই মৌলগুলো indicate করে-
H Li Na K Rb Cs Fr
H -Hydrogen(হাইড্রোজেন )
Li – Lithium(লিথিয়াম)
Na -Sodium(সোডিয়াম)
K – Potassium(পটাশিয়াম )
Rb – Rubidium(রুবিডিয়াম)
Cs -Caesium(সিজিয়াম)
Fr – Francium(ফ্রান্সিয়াম)

পর্যায় সারণির প্রতিটি মৌলের নাম মনে রাখার কৌশল

সহজে মনে রাখুন পর্যায় সারণির প্রতিটি মৌলের নাম | Easily remember the names of each element in the periodic table


Group 2(A) এর মৌল গুলোকে মনে রাখার জন্য 


বিরানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ
যেই মৌলগুলো indicate করে-
Be Mg Ca Sr Ba Ra
Be -Beryllium (বেরিলিয়াম)
Mg -Magnesium (ম্যাগনেসিয়াম)
Ca -Calcium(ক্যালসিয়াম)
Sr -Stronsium(স্ট্রানসিয়াম)
Ba -Barium(বেরিয়াম)
Ra -Radium(রেডিয়াম)
সহজে মনে রাখুন পর্যায় সারণির প্রতিটি মৌলের নাম | Easily remember the names of each element in the periodic table


Group 3(A) এর মৌল গুলোকো সহজে মনে রাখার জন্য


বোরন আলীর গোলায় ইন্দুর থাকে

যেই মৌলগুলো indicate করে-
B Al Ga In Tl
B -Born (বোর্নিয়ো)
Al -Aluminium (অ্যালুমিনিয়াম)
Ga -Gallium (গ্যালিয়াম)
In -Indium (ইন্ডিয়াম)
Tl -Thallium (থেলিয়াম)

Group 4(A) এর মৌল সহজে মনে রাখার জন্য


কারটি সিরিয়া গেলে টিন পাবে

যেই মৌলগুলো indicate করে-
C Si Ge Sn Pb
C -Carbon (কার্বন)
Si -Silicon (সিলিকন)
Ge -Germanium (জামিনিয়াম)
Sn -Tin (টিন)
Pb -Lead (লেড বা সিসা)

Group 5(A) এর মৌল সহজে মনে রাখার জন্য


নারায়ন পুরে আর্সেনিক সবচেয়ে বেশী

যেই মৌলগুলো indicate করে-
N P As Sb Bi
N -Nitrogen (নাইট্রোজেন)
P -Phosphorus (ফসফরাস)
As -A arsenic (আর্সেনিক)
Sb -Antimony (এন্টিমনি)
Bi -Bismath (বিসমাথ)

পর্যায় সারণির প্রতিটি মৌলের নাম মনে রাখার কৌশল

সহজে মনে রাখুন পর্যায় সারণির প্রতিটি মৌলের নাম | Easily remember the names of each element in the periodic table


Group 6(A) এর মৌল সহজে মনে রাখার জন্য


ও এস এসসি তে পড়ে

যেই মৌলগুলো indicate করে-
O S Se Te Po
O -Oxygen (অক্সিজেন)
S -Sulfur (সালফার)
Se -Selenium (সেলেনিয়াম)
Te -Tellurium ( টেলুরিয়াম)
Po – Polonlum (পোলেনিয়াম)

Group 7(A) এর মৌল সহজে মনে রাখার জন্য

ফ্লোর কলনীর বাসায় আন্টি আছে

যেই মৌলগুলো indicate করে-
F Cl Br I At
F -Florin (ফ্লোরিন)
Cl -Chlorine (ক্লোরিন )
Br -Bromine ( ব্রোমিন
I -Iodine (আয়োডিন)
At -Astatine (অ্যাস্টেটাইন)

Group 8(A) এর মৌল সহজে মনে রাখার জন্য


হেনা ( He Ne) আর করুনিম যাবে রমনায়

যেই মৌলগুলো indicate করে-
He Ne Ar Kr Xe Rn
He -Helium (হিলিয়াম)
Ne -Neon (নিয়ন)
Ar -Argon (আর্গন)
Kr -Krypton (ক্রিপ্টন)
Xe -Xanon (জেনন)
Rn -Radon (রাডন)

পর্যায় সারণির প্রতিটি মৌলের নাম মনে রাখার কৌশল

১ থেকে ২০ পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা আর ভর মনে রাখার পদ্ধতি 

হাই হেলেন লিটন বেলিকে বউ করে নিলো। অরূণ ফুলিকে নিয়ে নামাজে এলে সিজদায় পড়ে সবাই কালিমা আওড়ায়।
যে মৌলগুলো indicate করে

হাই  (H) 

হেলেন (He)

লিটন (Li)

বেলিকে (Be)

বউ (B)

করে (Cr)

নিলো (N)

অরূন (o)

ফুলিকে (F)

নিয়ে (Ne)

না (Na)

মাজে (Mg)

এলে (Al)

সিজদায় (Si)

পড়ে (P)

সবাই (S)

কালিমা (Cl)

আওড়ায় (Ar)


এটি মনে রেখেছি আঙ্গুল দিয়ে। আঙুলের গিট গুনতে গুনতে এটা গড়গড় করে পড়লেই হয়। এখানে যতগুলোর পারমাণবিক সংখ্যা জোড়, তার সাথে ২ গুণ করলেই ভর পাওয়া যায়।

আর বিজোড় গুলোর সাথে ২ গুণ করে এক যোগ করতে হয়। 

তবে ব্যতিক্রমও আছে, যেমন- H, Be, N ও Cl এর পারমাণবিক সংখ্যা 1, 4, 7 and 17 হলেও এদের ভর 1,9,14 and 35.5। 

কেকা  (ময়ূরের ডাক ) 
যে মৌলগুলো indicate করে

কে (K)

কা (Ca)

ভরের জন্যেও এখানে উপরের একই নিয়ম কাজ করে। 

পর্যায় সারণির প্রতিটি মৌলের নাম মনে রাখার কৌশল

২০ থেকে ৩০ পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা মনে রাখার পদ্ধতি 

স্কুটি ভ্যান করে মিনা আইস কফি নিয়ে কুপারসে যায়

স্কু (Sc)

টি (Ti)

ভ্যান (V)

করে (Cr)

মিনা (Mn)

আইস (Fe)

কফি (Co)

নিয়ে (Ni)

কুপারসে (Cu)

যায় (Zn)

অন্য আরেকটা কৌশল

পারমানবিক সংখ্যা 21-30 এর মৌল সহজে মনে রাখার জন্য


শাহরুখ টাইটানিকে ভেসে কাল মনিষকে ফেলে ফেলে কোয়েলকে নিয়ে কুয়াকাটা যাবে

যেই মৌলগুলো indicate করে-
Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn

Sc -Scandium (স্ক্যানডিয়াম)
Ti – Titanium (টিটেনিয়াম)
V -Vanadium (ভ্যানাডিয়াম)
Cr -Chromium (ক্রোমিয়াম)
Mn -Manganese (ম্যাঙ্গানিজ)
Fe -Iron (লোহা বা আয়রন)
Co -Cobalt (কোবাল্ট)
Ni -Nickel (নিকেল)
Cu -Copper (কপার)
Zn -Zinc (জিংক)

পারমানবিক সংখ্যা 39-48এর মৌল সহজে মনে রাখার জন্য


ইতি ও জেরিন নাইরোবিতে মোবাইল সহ রুথের রোড দিয়ে পালাবার সময় কাঁদছিল

যেই মৌলগুলো indicate করে-
Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd
Y -Yttrium (ইট্রিয়াম)
Zr -Zirconium (জিরকোনিয়াম)
Nb -Niobium (নিওবিয়াম)
Mo -Molybdenum (মলিবডেনাম)
Tc -Technitium (টেকনেসিয়াম)
Ru -Ruthenium(রুথেনিয়াম)
Rh -Rhodium( রোডিয়াম)
Pd -Palladium (প্যালাডিয়াম)
Ag -Silver(সিলভার)
Cd -Cadmium (ক্যাডমিয়াম)

পর্যায় সারণির প্রতিটি মৌলের নাম মনে রাখার কৌশল

পারমানবিক সংখ্যা 57-80এর মৌল সহজে মনে রাখার জন্য


লাকি ও হানিফ টাইজানিকে করে ওয়াবিতে এসে ইউরোপে প্লাটিনাম ও গোল্ড
যেই মৌলগুলো indicate করে-
La Hf Ta W Re Os Ir Pt Au AG Hg
La (57-71) -Lanthanum (ল্যানথানাইড সিরিজ)
Hf -Hafnium ( হাফনিয়াম)
Ta -Tantalum ( ট্যান্টালুম)
W -Tungsten ( টাংস্টেন)
Re -Rhenium (রেনিয়াম)
Os -Osmium (অসমিয়াম)
Ir -Eridium ( ইরিডিয়াম)
Pt -Platinum ( প্লাটিনাম)
Au -Gold (গোল্ড)
Hg -Mercury ( পারদ বা মাকারি)

পারমানবিক সংখ্যা 89-112 এর মৌল মনে রাখার জন্য 


আখির ছেলে রাফি ডুবাই সাগরে ভেসে হাফেজ আর মতিকে দেশে রেগে চিনেছে

যেই মৌলগুলো indicate করে-
Ac Rf Db Sg Bh Hs Mt Ds Rg Cn
Ac -Actinium
(অ্যাকটিনাইড সিরিজ )
Rf -Rutherfordium
(রাদারফোর্ডিয়াম)
Db -Dubnium(ডুবনিয়াম)
Sg -Seoborgium(সিওবোগিয়াম)
Bh -Bohrium(বোহরিয়াম)
Hs – Hassium(হ্যাসিয়াম )
Mt -Metnerium(মিটনেরিয়াম)
Ds -Damstadium(ডামস্টেডিয়াম)
Rg -Roentgenium(রন্টজেনিয়াম)
Cn-Copemicium(কপারনিসিয়াম)

Leave a Comment